অর্থনীতি ও সমাজ উন্নয়নে পথিকৃৎ মীর কাসেম আলী মিন্টুর শাহাদাৎবার্ষিকী আজ

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

ডেস্ক রিপোর্ট: ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইবনে সিনা ট্রাস্টের উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মীর কাসেম আলী মিন্টুর ৯ম শাহাদাৎবার্ষিকী আজ।

১৯৫২ সালে মানিকগঞ্জে জন্মগ্রহণকারী মীর কাসেম আলী মিন্টু ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা করেন এবং সংগঠনের প্রথম কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ইসলামী অর্থনীতিকে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। স্বাস্থ্যখাতে ইবনে সিনা ট্রাস্ট ও বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি মানুষের আস্থা অর্জন করেন।

শুধু অর্থনীতি বা স্বাস্থ্য নয়, সমাজসেবায়ও ছিল তাঁর অবদান। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, মসজিদ-মাদ্রাসা নির্মাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের অংশ। তাঁর হাতে গড়ে ওঠা শিল্প-প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

২০১৬ সালের ৩ সেপ্টেম্বর তিনি শাহাদাৎ বরণ করেন। নয় বছর পার হলেও তাঁর অবদান আজও দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নানারকম আয়োজন করা হয়েছে।