আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, আহত ৫০০ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫ ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের পূর্বাঞ্চল কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। স্থানীয় সময় রোববার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ ব্যবহার করে সহায়তা দিচ্ছে। আফগান তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, প্রাণহানির সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কুনার প্রদেশে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০ এবং এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে, জালালাবাদের উত্তর-পূর্বাঞ্চল থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। মূল কম্পনের পর আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার। আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ লিখেছেন, “রাতের ভূমিকম্পে কয়েকটি প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষতি হয়েছে।” তিনি জানান, স্থানীয় প্রশাসন, বাসিন্দা ও কেন্দ্রীয় দলের সমন্বয়ে উদ্ধারকাজ চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী প্রদেশ থেকেও সহায়তাকারী দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: