ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬টি দল PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫ ডেস্ক রিপোর্ট: নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাই-বাছাই শেষে এখন মাঠ পর্যায়ে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে। মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব দলের সংগঠন কাঠামো, সক্রিয়তা, কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির উপস্থিতি, সদস্যসংখ্যা এবং সংবিধানগত শর্ত পূরণের বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন দলকে নিবন্ধন দেওয়া হবে। SHARES জাতীয় বিষয়: