আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) হরিরামপুর উপজেলার পিয়াজচর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।
তিনি বলেন, “আল্লাহর জমিনে কুরআনের আইন বাস্তবায়ন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠা হলে সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আশরাফ খান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি টিপু সুলতানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।