কূটনৈতিক পাসপোর্টধারীদের পাকিস্তান সফরে লাগবে না ভিসা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন চুক্তির ফলে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই সফর করতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এ বিষয়ে পাঁচ বছরের জন্য একটি চুক্তি হতে যাচ্ছে। এর আওতায় বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা পাকিস্তান যেতে ভিসার প্রয়োজন হবে না। একইভাবে পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন।” কূটনৈতিক মহল মনে করছে, এ ধরনের চুক্তি উভয় দেশের সরকারি প্রতিনিধি ও কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করবে। SHARES জাতীয় বিষয়: