ঘুষের টাকায় ৫০টি পদ্মা সেতু বানানো যেত: মানিকগঞ্জে জামায়াত প্রার্থীর অভিযোগ

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও আংশিক সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, “বর্তমান স্বৈরাচারী শাসনের অধীনে দেশে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় দেড় লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে। এই অর্থে ৫০টি পদ্মা সেতু নির্মাণ করা যেতো।”

শনিবার দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, “এই অর্থ দেশের কৃষক, শ্রমিক ও দিনমজুরের প্রাপ্য ছিল। অথচ দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী তা লুটে নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা যদি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে আর বিদেশি সাহায্যের প্রয়োজন হবে না। আমাদের নিজেদের সম্পদই হবে উন্নয়নের ভিত্তি।”

জনসংখ্যা প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, “বাংলাদেশ একটি জনবহুল ও সম্ভাবনাময় দেশ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে বিশ্ব নেতৃত্বেও আমাদের অবস্থান তৈরি হবে ইনশাআল্লাহ।”

পথসভায় জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম, সিংগাইর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান এবং জেলা শিবির সভাপতি মনিরুজ্জামানসহ দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শতাধিক জনতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান এবারই প্রথমবারের মতো মানিকগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।