চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে মা’র’ধ’র, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আটক

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া এলাকায় চাঁদা না দেওয়ার অভিযোগে মোস্তফা বেপারী (৬৫) নামে এক বৃদ্ধকে মারধরের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার বলড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বলড়া এলাকায় তিন রাস্তার মোড়ে মোস্তফা বেপারীর দুটি দোকান রয়েছে, যা তিনি ভাড়া দিয়ে থাকেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা প্রথমে দোকানে তালা ঝুলিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তালা খোলা হয়।

গত সোমবার সকালে আনু, তার ভাই নজরুল ইসলাম ও ভাতিজা নয়ন ইসলাম মিলে মোস্তফা বেপারী ও তার স্ত্রী সাহানা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে মোস্তফার তিনটি দাঁত ভেঙে যায়। এ সময় হামলাকারীরা সাহানা বেগমের গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন ও সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘মোস্তফা বেপারীর ছেলে মো. ইসরাফিল আনুসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার আনুকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’