“জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জে জামায়াতের মহাসমাবেশ ও গণমিছিল”

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

সারাদেশ ডেস্ক: ২০২৪ সালের ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মানিকগঞ্জ শহরের কেন্দ্রস্থল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন থেকে সূচিত গণজাগরণ এবং পরবর্তী সরকার পতনের এক বছর পূর্তিকে ঘিরে এই কর্মসূচি উদযাপন করে জামায়াত। বক্তারা বলেন, “এই অভ্যুত্থান ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য,মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলোয়ার হুসাইন। তিনি বলেন, “২০২৪ সালে জনগণের অভূতপূর্ব আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের ঘটনা ছিল ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। এক বছর পেরিয়ে গেলেও এখনও গণমানুষের আশা পূরণ হয়নি। দুর্নীতি, বৈষম্য ও চাদাবাজি এখনও আমাদের বড় চ্যালেঞ্জ।”

সমাবেশের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ আবু বকর সিদ্দিক,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মু.জাহিদুর রহমান।
এছারা আরো বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, অফিস সম্পাদক রজব আলী, উলামা বিভাগের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান, আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিনসহ জেলা-থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে হাফেজ কামরুল ইসলাম বলেন, “এক বছর আগে আমরা অন্যায় শাসনের পতন দেখেছি। কিন্তু এখনো চাঁদাবাজি, দুর্নীতি ও বৈষম্য দূর হয়নি। আমাদের আন্দোলন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য। আগামী বাংলাদেশে কোরআনের আইন ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়।” সমাবেশ শেষে মানিকগঞ্জ-১, ২ ও ৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরা জনতার সামনে আনুষ্ঠানিকভাবে ভোট প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে সারাদেশে ছাত্র ও জনতার অভূতপূর্ব গণআন্দোলন গড়ে ওঠে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয় এক যুগের রাজনৈতিক শাসন। এই স্মরণীয় দিনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আয়োজন করছে মিছিল, সমাবেশ ও প্রার্থনা অনুষ্ঠান।