জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের জুলাই বিপ্লব শুধু একটি আন্দোলন নয়, ছিল ন্যায়বিচার, আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার এক বলিষ্ঠ উচ্চারণ আর সেই উচ্চারণে সাহসী ভূমিকা রেখেছিলেন দেশের চিকিৎসক সমাজ। সেই ঐতিহাসিক ঘটনার পটভূমিতে আজ রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হলো “জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জাতীয় পর্যায়ের বিশিষ্ট চিকিৎসক ও নেতৃবৃন্দ উপস্থিত থেকে চিকিৎসকদের অবদানকে স্মরণ ও মূল্যায়ন করেন। জাতীয় পর্যায়ের বিশিষ্ট চিকিৎসক ও নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সাবেক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিঞা গোলাম পরোয়ার, সাবেক এমপি। আরও বক্তব্য রাখেন জুলাই বিল্পবের অন্যতম নেপথ্য নায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, এনসিপি নেতা ডা. আহাদ হোসেন ও মাহমুদা মিতু। সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব ইতিহাসে এক অনন্য অধ্যায়। জাতীয় প্রয়োজনে এবং সংকটময় মুহূর্তে চিকিৎসকদের সাহসী ভূমিকা ছিল স্মরণীয় ও প্রশংসনীয়। এই বিপ্লবের মাধ্যমে দেশে ন্যায়বিচার, শৃঙ্খলা ও আদর্শিক সমাজ গঠনের যে প্রত্যয় ছিল, তা আজও প্রাসঙ্গিক। চিকিৎসকদের উচিত শুধু চিকিৎসা সেবায় নয়, বরং জাতীয় কল্যাণে সক্রিয় ভূমিকা রাখা। প্রধান অতিথি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “চিকিৎসকদেরকে শুধু পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজ, রাষ্ট্র ও মূল্যবোধ রক্ষায়ও চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা জুলাই বিপ্লবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।” সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম বলেন, “ন্যাশনাল ডক্টরস ফোরাম সবসময় নৈতিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। অতীতের মতো ভবিষ্যতেও জাতীয় সংকট মোকাবেলায় এনডিএফ ভূমিকা রেখে যাবে ইনশাআল্লাহ।” আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনডিএফ এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, বিভাগীয় সহ-সভাপতিবৃন্দ, জয়েন্ট সেক্রেটারীবৃন্দ, দপ্তর সম্পাদক ডা. একেএম জিয়াউল হক, কোষাধ্যক্ষ ডা. নাজমুল আরেফিন, সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিকস ও ট্রমা সার্জন, ন্যাশনাল ডক্টরস ফোরাম নিটোরের সেক্রেটারি ডা: মো: সাহিদুর রহমান খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এনডিএফ সভাপতি ডা. মোঃ আতিয়ার রহমান, ঢাকা মহানগরী দক্ষণ এনডিএফ সভাপতি ডা. এমজি ফারুক, ঢাকা মহানগরী উত্তর এনডিএফ সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান সহ এনডিএফ এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। SHARES জাতীয় বিষয়: