ঢাকাসহ চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫ ডেস্ক রিপোর্ট: দেশে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিনে ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে জারি করা এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিমির বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে। এছাড়া অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। SHARES জীবন-যাপন বিষয়: