দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে : নাহিদ ইসলাম PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি জানান, ওই দুই উপদেষ্টা এনসিপির সদস্য না হলেও তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের অংশ হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এ সভা অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থান শক্তিশালী করার লক্ষ্যে ওই ছাত্র উপদেষ্টারা অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন। কিন্তু কিছু মহল তাদের সরিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। এ ধরনের অপচেষ্টা রুখে দিতে হবে।” তিনি আরও জানান, বিচারব্যবস্থার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ ডেকেছে এনসিপি। সেখান থেকেই ঘোষিত হবে ‘নতুন বাংলাদেশের ইস্তেহার’। নাহিদ বলেন, “২০২৪ সালের ১ জুলাই আমরা কোটা বাতিলের দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু করেছিলাম, তা-ই ধীরে ধীরে রূপ নেয় গণঅভ্যুত্থানে। দীর্ঘ এক বছরে নানা চক্রান্ত-প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। নতুন সংবিধানের বাস্তবায়ন ও রাষ্ট্রপতির অপসারণের মতো দাবিগুলো অবহেলিত থেকেছে। কিন্তু আমরা একটিও ভুলিনি, কোনো দাবি থেকেও সরে আসিনি।” নরসিংদীর জনতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এখানকার গণঅভ্যুত্থানই সারাদেশে আলোড়ন তুলেছিল। জনগণকে সংগঠিত করে দাবি আদায়ের সেই প্রক্রিয়া এখনো চলমান। পথসভায় তিনি বলেন, “নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জের মানুষ যদি শহীদ মিনারে একত্র হয়, তবে ঢাকায় জনসমুদ্র গড়ে উঠবে। সেখান থেকেই আমরা আমাদের দাবির বাস্তবায়ন দেখতে পাবো।” নরসিংদীকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা এখানকার জনগণের উন্নয়নে কাজ করতে চাই। অপরাধীদের বিতাড়নে আমরা জনগণের পাশে থাকবো।” পথসভায় অংশ নেওয়ার আগে বিকেল সোয়া ৫টায় জেলাখানা মোড় থেকে নাহিদ ইসলাম, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শুরু করেন। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে নিহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা। এ সময় তারা শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সায়োরা তুষার, ইয়াসমিন মিতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। SHARES জাতীয় বিষয়: