বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫ ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন জেলেসহ একটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শাহপরীরদ্বীপের ডেইলপাড়ার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলারটি বঙ্গোপসাগরে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপি সীমান্তচৌকি থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতর আটক করা হয়। অপহৃতদের মধ্যে রয়েছেন— মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং একজন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ফেরত আসা জেলেদের কাছ থেকে জানা গেছে— নাইক্ষ্যংদিয়া এলাকায় আরাকান আর্মির দুটি স্পিডবোট এসে ট্রলারটি জেলেসহ ধরে নিয়ে যায়। উল্লেখ্য, এর আগে ১২ আগস্ট একই এলাকায় টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে আরও পাঁচ জেলেকে অপহরণ করেছিল এই সশস্ত্র গোষ্ঠী। SHARES সারা বাংলা বিষয়: