মানিকগঞ্জে এতিম শিশুদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলো গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫ ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরীফ এবং নগদ অর্থ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝিটকা এলাকার জামিয়া দারুল কোরআন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে এতিমখানার শিশুরা। তারা সংগঠনের সদস্যদের জন্য দোয়া করে এবং এমন উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানায়। শিশুদের মুখের হাসি ও তাদের আবেগঘন প্রতিক্রিয়ায় অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আরও অনন্য। এতিমখানার শিক্ষকরা এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের কার্যক্রম শুধু শিশুদের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষায় অবদান রাখবে না, বরং সমাজে নৈতিকতা ও মূল্যবোধের জাগরণেও ভূমিকা রাখবে। তাদের মতে, কোরআনের শিক্ষায় বড় হয়ে ওঠা শিশুরাই আগামী দিনে একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়তে পারবে। গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, এতিম শিশুদের হাতে পবিত্র কোরআন পৌঁছে দিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, কোরআনের আলোয় শিক্ষিত হয়ে এ শিশুরাই ভবিষ্যতে সমাজকে সঠিক পথে এগিয়ে নেবে। গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মিরাজ হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য শুধু কোরআন বিতরণ নয়, বরং শিশুদের পাশে থেকে তাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা এবং সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করা। আমরা চাই, দেশের প্রতিটি শিশু নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বড় হয়ে উঠুক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য মো. শাহ আলমসহ স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: