সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৫ ডেস্ক রিপোর্ট: জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে এক নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে বিএনপি মহিলা দলের আয়োজনে `ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান` শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, “এই পরিবর্তনের সময়কে কাজে লাগিয়ে নারীর দৃষ্টিতে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সময়ের দাবি। ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নারীসমাজকে সর্বদা সজাগ থাকতে হবে।” সভায় ভবিষ্যতে সরকার গঠন করলে প্রাথমিক পর্যায়ে অন্তত ৫০ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। জানান, এই কার্ড নারীদের অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ হবে এবং নারীরাই এর মূল ভোক্তা হবেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, “এই শহীদদের ত্যাগের ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না। এখন সময় সেই ঋণের মর্যাদা রক্ষার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামে নারীরা সব সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন।” নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শিক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে পারলে নারীরা নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবেন। এটি পারিবারিক সহিংসতা রোধেও কার্যকর ভূমিকা রাখবে। দেশের বাস্তবতায় নারীরা এখনও অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে, যা দূর করার উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকেই।” SHARES রাজনীতি বিষয়: