সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী পবিত্র কোরআন শরিফ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এতিম হিফয শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

শনিবার শ্যামনগর থানা মসজিদ মাদ্রাসা ও এতিমখানা এবং মাদ্রাসা হাম্যাদীয়া শ্যামনগরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারাদেশে ধাপে ধাপে মাদ্রাসা ও এতিমখানায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।