২০২৬ সালের রমজানের আগেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬ সালের পবিত্র রমজানের আগেই আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমরা আমাদের দায়িত্বের শেষ ধাপে প্রবেশ করছি—নির্বাচন আয়োজন এবং একটি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে চিঠি পাঠাবো যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আশা করি, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং আনন্দঘন পরিবেশে।”

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি আগামীকাল থেকেই শুরু হবে এবং সরকার এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। “ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও রাজনৈতিক সহনশীলতার দিক থেকে এবারের নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে—এমনটাই আমাদের প্রত্যাশা,” বলেন ইউনূস।

এর আগে একই দিনে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত গণসমাবেশে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। ঘোষণায় গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ স্বীকৃতি দেওয়াসহ রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কারের নানা দিক তুলে ধরা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। তার ঠিক তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং ড. ইউনূস প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন।