১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ ডেস্ক রিপোর্ট: ভোক্তাদের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এবং অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ১২ কেজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা। ঘোষণায় বলা হয়, এই মূল্যহার রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ২ জুলাই এলপি গ্যাসের দাম ৩৯ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডার ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়েছিল। নতুন এ মূল্যহার বেসরকারি পরিবেশকদের আমদানি ব্যয় ও আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। SHARES জাতীয় বিষয়: