শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্যগ্রহণ চলছে PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এ কার্যক্রম চলছে। এর আগের দিন, রোববার মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে হাজির হন এক আহত ‘জুলাই যোদ্ধা’। তিনি আদালতকে জানান, অভ্যুত্থানের সময় হাজার হাজার মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা ও আহত করার নির্দেশদাতাদের মধ্যে শেখ হাসিনা, কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওবায়দুল কাদের ও শামীম ওসমানের সংশ্লিষ্টতা রয়েছে বলে তার বিশ্বাস। মামলার সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। চিফ প্রসিকিউটর বলেন, “আসামিদের বিরুদ্ধে যেসব প্রমাণ রয়েছে, তা বিচারে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট।” এই মামলায় রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। মামলার প্রধান আসামি শেখ হাসিনা ও কামাল বর্তমানে পলাতক। SHARES আইন আদালত বিষয়: