সিংগাইরে প্রতি শনিবার অর্থোপেডিক ও ট্রমা সার্জারি সেবা দেবেন ডাঃ মো. সাহিদুর রহমান খান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে প্রতি শনিবার অর্থোপেডিক ও ট্রমা সার্জারি সেবা দেবেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সাহিদুর রহমান খান। তিনি ইলিজারভ, স্পাইন, আর্থোপ্লাস্টি, আর্থোস্কপি এবং হাড়-সন্ধি সংক্রান্ত জটিল রোগে বিশেষজ্ঞ। চেম্বারের ঠিকানা ও সময় স্থান: সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিংগাইর, মানিকগঞ্জ কক্ষ নং: ২০৭ (২য় তলা) সময়: প্রতি শনিবার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা সিরিয়াল: ০১৮৬৮৭৮৩৮১৯ চেম্বার সহকারী: ০১৬১৯২২০০৩৩, ০১৬৭৯০০২২৩৩ যোগ্যতা ও প্রশিক্ষণ ডা. সাহিদুর রহমান খান এমবিবিএস, এমএস (অর্থোপেডিক সার্জারি), ডি-অর্থো (নিটোর-পঙ্গু হাসপাতাল), বিসিএস (স্বাস্থ্য), ইলিজারভ ফেলো (RISC RTO, কুরগান, রাশিয়া)। তিনি এও ট্রমা (এশিয়া প্যাসিফিক), এও স্পাইন (বেসিক ও অ্যাডভান্স), সিঙ্গাপুর ও ভারত, এবং ইডিসি (বারডেম) থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। চিকিৎসা সেবার অন্তর্ভুক্ত রোগসমূহ: কোমর ও ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা ও অপারেশন। মেরুদণ্ডসহ শরীরের যেকোনো হাড় ভাঙা। হাড় বা মেরুদণ্ডের ইনফেকশন ও টিউমারের চিকিৎসা। বাকা মেরুদণ্ড সোজা করার সার্জারি। অল্প কেটে বা না কেটে হাড় ও মেরুদণ্ড অপারেশন। জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি। বাত-ব্যথা, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া আর্থোস্কপিক অপারেশন। জন্মগত বা আঘাতজনিত হাত-পা বিকৃতি সংশোধন। ইলিজারভ পদ্ধতিতে চিকিৎসা। এছাড়া তিনি ঢাকা, ঝিটকা ও মানিকগঞ্জ সদরেও নির্দিষ্ট দিনে রোগী দেখেন। SHARES স্বাস্থ্য বিষয়: