নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫ ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়ার্ন (বডিক্যাম) ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: