মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দুপুর ২:০০ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন। সফরে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক (MoU) ও ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে, যেখানে অভিবাসন ও বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও গভীর হবে। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। আলোচনায় অভিবাসন, বিনিয়োগ ও গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা বিষয়গুলো প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, ১১-১৩ আগস্টের এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া যাবেন। এতে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ-জ্বালানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং বিডা চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা থাকবেন। মালয়েশিয়ায় পৌঁছে প্রধান উপদেষ্টা গার্ড অব অনারে অভ্যর্থনা পাবেন। মঙ্গলবার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক, পরে দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা সই হবে। ৫টি সম্ভাব্য MoU’র মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোসের মধ্যে চুক্তি, এবং BIISS ও ISIS-এর মধ্যে সহযোগিতা। এছাড়া হালাল ইকো সিস্টেম, উচ্চশিক্ষা ও কূটনীতিক প্রশিক্ষণ বিষয়ে ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে। সমঝোতা সইয়ের পর সংবাদ সম্মেলন, রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ, একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার। SHARES জাতীয় বিষয়: