জাতীয় নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫ ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ কমিশনের অনুমোদনের পর গত ২৬ জুন গেজেটে প্রকাশ করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা বাধ্যতামূলক। নির্ধারিত প্রক্রিয়া অনুসারে ১০ সেপ্টেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর। এরপর ২০ অক্টোবর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এছাড়া স্থানীয় পর্যায়ে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি। SHARES জাতীয় বিষয়: