১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম কমলো PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫ ডেস্ক রিপোর্ট: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) দাম নতুনভাবে নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশনের ঘোষণায় জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা করা হয়েছে। নতুন এই দাম একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের মূল্যও সামান্য কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৮ টাকা ২৮ পয়সা থেকে ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৪ টাকা ১৮ পয়সা হ্রাস করা হয়। SHARES অর্থ-বানিজ্য বিষয়: